ব্যথারা আজ নক্ষত্রের সমগ্র আকাশ:
নক্ষত্র হয়ে জ্বলজ্বল করে সঞ্চিত অভিযোগ- জমে ঊঠে দীর্ঘশ্বাস।


কাছের জন আর দূরের জন থেকে পাওয়া কষ্টেরা আজ
দুর্বার মিছিলে খুঁজে দহনের ঝাঁঝ!


কাউকে, আজকাল- বলতে পারি না কিছু
সব রাগ-ক্ষোভ অভিযোগ হয়- ঈশ্বর, তোমার পিছু।


যারা মেরে খায়- মেরে দেয় অধিকার মানুষের
তাদের বিচার তুমি করবে কবে আর?


সহস্র কোটি হুব্বা জ্বেলে হাবিয়ায়
কয় পাষাণের তুমি করবে বিচার, হায়!


যে মানুষের পেটে জ্বলে হুতোশুন-চিতা আজ খুদায়
তারে তুমি কাল সিংহাসন দিবে, এর কী যুক্তি হয়!


আজ যারা অন্যকে শোষে নিজেদের পেট-পুরে নেয়
কোন বিচারের দায় নিবে তমি বল?
সজল টলমল
করে অাঁখি,
ব্যথা আর কোথা সেরে রাখি!


নিউ ইস্কাটন, ঢাকা, রাত, ৭ ফেব্রুয়ারি’১৮