আজ মনে হয়, ঈশ্বরই হলেন বৈষম্যের জনক
আদি বৈষম্য তার হাত ধরেই শুরু।


চলতে পথে একবার হটাৎ দেখা পেলে তার, গলাটিপে বলতাম:
তোমার খেতে হয় না বলেই কি আমি না খেয়ে থাকবো!
চাবুক দিয়ে আঘাত করে অদৃশ্য শরীরে প্রশ্ন করতাম তখন:
তোমার শোক নেই জ্বালা নেই বলে, আমার কী সুখী হতে ইচ্ছে করে না?


ক্ষুদে মুক্তির সংগ্রামে এভাবেই যদি শেষ হয় জীবন
তাহলে এই সুন্দর জীবন-সময় দিলে কেন প্রভু?


ক্ষমা কর, আর মুক্তি দাও
নিশ্চিত সরল মৃত্যু দাও হে।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৩ ডিসেম্বর' ১৭