নবীন আমি- আমার বয়সটাই বিদঘুটে,
করলে কিছু দেখলে প্রবীন বিগড়ে উঠে খিটমিটে;
সত্যি কথা বললে খারাপ- শুনতে লাগে খটখটে,
এই বয়সে এসেই আজ প্রবীন হওয়ার সাধ বটে।


বাবার আদেশ, মায়ের নিষেধ
ভাইয়ের বকা- নিত্য বাঁজে ঘটঘটে,
স্যারের পড়া- যেন লৌহকড়া
ঘুমোলে দাদার হাত ফাঁটে!


শুইলে জ্বালা, ঘুরলে গলা-
শান্তি মিলে কোন বাটে?
নবীন আমি- ধ্যাত্
আমার বয়সটাই বিদঘুটে।


ইস্কাটন, ঢাকা, লেখা: ২৩ ডিসেম্বর’১৬, কম্পোজ: ২৫ জানুয়ারি’১৮