বৃথাই যাচ্ছে জীবন: না ভোগে না ত্যাগে,
কেবল কারও স্বার্থের সম্ভোগে
স্বপ্নরা ক্ষয়ে ক্ষয়ে ঝরে
অদ্ভূত ধূলিময় পথাঁধারে!


আ-জন্ম বাসনা ডুমুরের ফুল হয়
ভালোবাসা ক্ষয় হয়;
তোমাকে আলতো করে ধরতে গেলে
তুমি আজ রেগে উঠো জ্বেলে!


এই পরিণয়- শুকনো পাতাদের দলে ভীড়ে
দলে ভীড়ে নির্বোধ সুপ্তির তীরে,
যেখানে তরী নেই কোন জলময় প্রবাহে
জীবন আছে গেঁথে কেবল বিরহে বিরহে!


ইস্কাটন, ঢাকা, রাত, ১৫ মার্চ’১৮