কান্নাটাকে বুকের ভিতর
জমাট করে রেখেছি
অনেক কষ্টে,
যেভাবে মেঘ জমাট করে
অজস্র ঝড় আর বৃষ্টি
দিনের পর দিন।


২।
ফুল উঠে নি তোমার হাতে
মালা পড়ে নি গলে গাদার,
তার আগেই শুরু হলো
বিরহের বিবর্তন পর্ব আমাদের।


স্বপ্ন যখন বুনন শুরু
তখন থেকেই জল জমাট-
আমার দেশে বিরহের গান
তোমার দেশে মজার-হাট।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৯ এপ্রিল’১৭