তোর আঁচল ধরে টান দিলাম
আসলো আঁচল আসলি না যে তুই,
তোর বুকের গন্ধে নাক ভরালাম
ভাসলো ভেলা- ভাসলো না যে ভূঁই।
তোর-আমারে নিত্যি খুঁজে মনের কাছে
কে যেন আজ বুকের ভেতর নাঁচে!
তোর নদীতে সাঁতার কেঁটে বালা
আজ আমি যে এমনই চঞ্চলা,
তোর জোয়ারে ভাসিয়ে সেদিন গা-
বলতে পারি, তুই যে ছিলি ‘মা’!
আজ শুষ্ক তুই- আমার চোখে দাহ-
হায়! জল ঢেলে দে মা’কে তোরা কেহ!


ইস্কাটন, ঢাকা, রাত, ১ ফেব্রুয়ারি’১৮


(বাংলাদেশের ‘টেমস নদী’ খ্যাত ফরিদপুরের কুমার নদ নিয়ে লেখা)