তোমরা আমাকে যা-ই বল
আমি কাউকে খুন করতে পারব না,
বরং আমি একটি ফুল দিয়ে বলতে পারি-
এসো, ভালোবাসা-বাসি খেলি আমরা।
তোমরা আমাকে যা-ই কর
আমি একটি বোমাও পেতে রাখব না,
বরং আমি একটি ফুল দিয়ে বলতে পারি-
এসো, আমরা প্রেম করি এ অবেলায়।
তোমরা আমাকে দিয়ে কোন হত্যা করাতে পারবে না,
বরং একটি ফূল দিয়ে বল: ‘ছাদ থেকে তুমি লাফিয়ে পড়’
নিদ্বিধায় তা করতে পারি।
তোমরা এমন কোন নিষ্ঠুর কাজ করবে না
যেখানে আমার মৌন সমর্থন পাবে।
হাতকে রক্তে রঞ্জিত করে আদর্শের পতাকা উড়াবে!
ছি, তার চেয়ে তোমার অকাল মৃত্যু কামনা করছি।
তুমি সভ্যতার নগ্ন পিশাচ
তোমাকেও বরং হত্যা করতে ঘৃণা হয়,
এ সব ফেলে এসো, নতুনভাবে আমরা আবার বাঁচি।


ইস্কাটন, ঢাকা, বিকেল, ১৭ অক্টোবর’১৭