আকাশের অজস্র তারকা হতে যদি খসে পড়ে হটাৎ একটি-
তোমার চোখ কি খুঁজে ফিরে ক্লান্ত হবে সেই হারানো পথে?
আমিও যদি ওই নক্ষত্রের মত হারিয়ে যাই একদিন চুপটি,
আমার বেদনা কি নোনা জল ছোঁয়াবে তোমার দুই নেত্রে?


আমি চাই- আমার মৃত্যু তোমাকে বর্ষার স্পরশ যেন না দিক;
শুধু আমার ভালাবাসারা ঘুরে ফিরে তোমার জন্য শান্তি হোক!


ইস্কাটন, ঢাকা, দুপুর, ২১ জুন’১৮