‘আর খেও না, তুমি বড্ড বেশি বেশি করো
এভাবে করলে হয়, হাতে কাজ পড়ে আছে না!
আরে বাবা ছেড়ে দাও, বলছি ছেড়ে দাও,দুষ্টু
ফাজলামো করার সময় বুঝে না।
-তুমি বললেই আমি ছেড়ে দেবো, কেন! আমার বুঝি-
আরে আবার শুরু করেছ, ছাড় বলছি পাজি একটা।
তুমি বড় বেশি খাও, খুব-
যেদিন থাকবো না, তারপর কি করবে শুনি!’


-তারপর কেটেগেছে ১৯টি বছর
ছয় হাজার নয়শ’ ছত্রিশবার আকাশে উঠেছে ভোরের সূর্য
অস্তও গেছে ততোধিকবার।
তুমি নেই বহুদিন বহুকাল: ততোদিনে
হাজার বসন্ত ছুঁয়েছে পৃথিবীকে যেন, রক্তজবাগুলো
প্রতি বসন্তে গালিচা হয় কেবল তোমার চরণ ছুঁবে বলে।
তবু তুমি নেই স্বদেহে, স্বদেশে, তুমি নিশাচর হিমের মতো কেবল
আমার হৃদয়ে আস, তারপর গত হও নির্গত পথে।


হে, তোমায় আজও পড়ে মনে।
ভালোবাসার আকাশে তুমি আমার চিরদিন রাঙ্গা চাঁদ বঁধুয়া
নিশিথে জাগো আকাশে-চাঁদে, দিবসে জাগো সূর্য-আলোয়
কেউ দেখুক আর না দেখুক তুমি নিত্য সহচর আমার, নিত্য চিত্তের শান্তি।
পৃথিবীর কোন কাননে তাই
আপনারে খুঁজিবার আমার অবসর নাই।


ইস্কাটন, ঢাকা, দুপুর, ৫ জানুয়ারি’১৮