গহীন বনে যে শাবকদ্বয়
গভীর প্রেমে নিমগ্ন
চিত্রা হরিণের উরুর স্বাদ
তার কাছে নিছক বিষন্ন
নয় কী?


দিগন্ত পাড়ে ভেসে উঠে আভা
রঙের খেলায় মেতে-
কারও ভালোবাসা জমে যদি
খির হয়ে উঠে আজ
তাতে কার কী?


যে নদী যে-পথে বাঁকে
সে তো সেখানেই খুঁজে
তার অমিয়-ধারা,


সবকিছু ফেলে রেখে পিছু
হাতটি ধরেছি তার-
আমি এতেই আত্মহারা!


ইস্কাটন, ঢাকা, রাত, ২ জানুয়ারি’১৮