সন্ধ্যার দাঁড় কাক হয় মন আজ যখন
আকাশে আকাশে খুঁজে ফিরে তখন
নীল বেদনা ভুলিবার মসৃণ-যত-পথ;
গোঁধুলির আলোয় মিলে যায় সব-দেখা:
জগতের সমস্ত পথ উঁচু-নীচু কী বাঁকা,
তার মাঝে চলিবার সদা খুঁজি পথরথ!


ইস্কাটন, ঢাকা, রাত, ১৮ মার্চ’১৮