দেহটা নড়ে চড়ে- বাইরে যা সবই করে
মন কিছু করে না, বুঝি- মনের নৌকা চলে না।


মন-মাঝি এ সাম্পান বাইতে কী আর পারে না?
দেহটা নড়ে চড়ে- মনের নৌকা আর চলে না।


নীলে ঘনায় বাদলের ছায়া
কূলে পড়ে থাকে অদেখা মায়া,


জোয়ারে গর্জন- অবিরত তর্জন-
কাছে অনেকেই- মনে নেই সজ্জন।


ইস্কাটন, ঢাকা, রাত, ৯ অক্টোবর’১৮