রাস্তায় হাঁটতে গেলে ধোঁয়া ওঠে
বাজারে ঢুকতে গেলে ধোঁয়া ওঠে
গাড়িতে চড়তে গেলে ধোঁয়া ওঠে
ধোঁয়া ওঠে- মাথায়- ভাবতে গেলে আগামী-


বিএনপি-বস্তি থেকে সংসদ ভবন
ঢাকেশ্বরী মন্দির থেকে বায়তুল মোকাররম
সায়দাবাদ থেকে গুলিস্তান
কিংবা ঘর থেকে শূণ্যে-ব্যোমে-জঙ্গলে আজ শুধু ধোঁয়া ওড়ে!


ধোঁয়ায় ধোঁয়াচ্ছন্ন মন
ধোঁয়াচ্ছন্ন দেশ
ধোঁয়াচ্ছ্ন্ন সময়, সমাজ;
ধূঁসরিত হয়ে চলছি সবাই প্রতিদিন প্রতিমুহূর্তে।


দেখার কেউ নেই যেন,
উদ্ধারের কেউ নেই আর আশেপাশে?
কেবল শেষ হয়ে চলছে জীবন নিঃশ্বাসে, অন্ধ-বিশ্বাসে-
আর কুটিল মস্তিস্কের তপ্ত কালো ধোঁয়ায় পুড়ছে সব: আমি, তুমি, আমরা সকল।


ইস্কাটন,ঢাকা, বিকেল, ১১ মার্চ’১৮