কোন কিছুতেই মোহ নেই আর। বিচিত্র জীবন
যাত্রায় এতোদিনে কেটে গেছে চোখের ছানি।
নরম হাত- ফুলের বিছানা- সুগন্ধভরা সুঢৌল
বুক স্রেফ ঘৃণা করি আজ। কারণ আমি জানি
এ সবের ছদ্মাবরণে ভুজঙ্গ-শাপদ নিয়ত
বড় হচ্ছে। আর নিয়ন্ত্রণ করছে জীবনের দিনরাত।


৪ জুলাই’১৭, ভোর, মিরপুর, ঢাকা।