একদিন ভাষাহীন হয়ে যাবে এই সভ্যতা
আশাহীন হয়ে পড়বে মানব হৃদয়,
পাওয়ার হিসেব কষে টেনে তোলা হবে নিজ হাতে নিজের চুল;
মনে হবে, জীবনের জগতের সব কিছু শুধু ভুল আর ভুল!
শুধু স্বার্থের মোহে পড়ে- লোভের বশে
শেষ হবে সময়ের আগে মানুষের এ চক্র ইতিহাস,
ফেরেস্তা-জিন-অন্ধ বিশ্বাসের পর্ব শেষ করে মানুষের সমারোহ তখন
হয়ে থাকবে না কী কেবল স্রষ্টার দীর্ঘশ্বাস?


ইস্কাটন, ঢাকা, সকাল, ৮ মে’১৮