সমুদ্র তীরে যাই জলরাশি নয় বুকের ভেতরের দীর্ঘশ্বাস শুনি
আকাশের শূন্যে হা-হুতাশ করি- মেঘেদের গায়েও দীর্ঘশ্বাস দেখি,
পথের পর পথ হাঁটি- অতিক্রম করি যুগের পর যুগ-
আমায় ঘিরে ধরে ব্যথার কালোমেঘ আর কষ্টপ্লাবিত ঝরে পড়া অশ্রুরা!


মৌচাক, ঢাকা, রাত, ৪ মে’১৮