রক্তে রন্ধ্রে মজ্জায়
দ্রোহ-লাল আজি গর্জায়, গর্জায়, গর্জায়...


শোষন-ত্রাসের হাহাকার
চিৎকার করে ওই হে- ছাড়, ছাড়, ছাড়;


জ্বেলে দে ক্রোধাগ্নি-
পুড়ে যাক যতো ভ্রম-লগ্নি, লগ্নি, লগ্নি;


ঢেসে বসে কেঁশে-হেসে
প্রেতাত্মরা মানব বেশে, বেশে বেশে...


মটকিয়ে ধরো ধর
বধ কর- সৎকার, সৎকার সৎকার;


সহমত সোজাপথ ভাত নাই
বিদ্রোহ কর সব হে উৎরাই, উৎরাই, উৎরাই।


ইস্কাট, ঢাকা, রাত, ২০ ফেব্রুয়ারি’১৮