আমাদের পৃথিবী দুই রুমে-
দিবসে যন্ত্রসম অফিসে, নিশিথে ঘরে বেহুশ ঘুমে-
কাটছে সময়- দুর্দান্ত অদ্ভত;
তারপরও সুখের খোঁজে ঋণ বাড়ে, বছর ধরে টানি সুদ!


২.
ক্ষুধায় কাতর থাকলে গুরু
ভাল্লাগে কী রমণী উরু!
যা পারিস দে শুকনো চিড়া-খই
পেটের আগুন আগে নিভায়ে লই!


ইস্কাটন, ঢাকা, রাত, ১২ মার্চ’১৮