আরো দূরে আরো দূরে
তুমি সরে যাও আকাশ
এই সংসার গৃহে
মিথ্যে প্রেমমোহে
থাকিতে চাই নাকো আর,
প্রসারিত কর তোমার সকাশ।


এখানে প্রীতির মায়া কেবল-
ভালোবাসা ভুল আশা
যায় না পাওয়া তারে
ধরা সে দেয় না বারে
কেবল মোহের মোহে জীবন
পড়ে থাকে- ভুলে খাসা।


পালাতে চাই দূরে- বহুদূর
বাঁজে না যেখানে সংসার সুর
থাকে না ভনিতা
মিথ্যে সৌজন্যতা,
সত্যি দিয়ে সত্যকে হয় জয়
সেখানেই হোক আমার লয়।


মিরপুর,  ভোররাত, ১২ জুলাই’১৭