একদিন সেই কাকটিকে দেখবে না তুমি আর
নারকেল গাছে বসে পাড়ার
হটাৎ যে দেখলেই তোমাকে দুয়ারে
ডেকে ডেকে ক্লান্ত হতো চিৎকার করে-
কা কা কা কা....।


শুনেও শুন নি তুমি
আজও তার ডাক শুনছো না,
এই কাক
একদিন যদি তার ডাক
চির তরে বন্ধ করে!
তুমি কী শুধরিবে মনে করে:
‘হায়!
কেন সে ডেকে ছিল আমায়?’


একদিন সেই কাকটিকে দেখবে না তুমি আর
নারকেল গাছে বসে পাড়ার
হটাৎ যে দেখলেই তোমাকে দুয়ারে
ডেকে ডেকে ক্লান্ত হতো চিৎকার করে-
কা কা কা কা.....।।


কণ্ঠের স্কোরে ছিল না জানি তার নাম
তোমাকেই ভাবতো সে তবু একমাত্র ধাম,
তাতে কী হবে তার হায়!
অচিরেই তো নিবে সে বিদায়।
এতোটুকু মমতা এতোটুকু আদর
যা পেত মাথা পেতে করতো কদর,
তবু পেল কী সে?
বেদনা সমাহারই কেবল জোটে তার পাশে!


একদিন সেই কাকটিকে দেখবে না তুমি আর
নারকেল গাছে বসে পাড়ার
হটাৎ যে দেখলেই তোমাকে দুয়ারে
ডেকে ডেকে ক্লান্ত হতো চিৎকার করে-
কা কা কা কা....।।


সেদিন তোমারও শান্তি হবে হয় তো ফের;
তবু তোমার বাসনা পূর্ণ হোক পূর্ন হোক। এর জের
যদি এক কাক-
হোক না- বন্ধু, অন্তত তুমিতো ভাল খাক।


ইস্কাটন, ঢাকা, প্রথম প্রহর, ২৮ অক্টোবর’ ১৮