আজ ফাগুনে আমি ভুমিষ্ঠ
তোমার ছোঁয়ায় হলাম অগ্নি,
ভালোবাসার রঙে নতুন যে আমি
করো না তারে আর লগ্নি।


যেখানে স্পর্শ লাগে তোমার হাতের
যেখানে সপর্শ লাগে ওই যুগল ঠোটের
সেখানেই ধপ করে জ্বলে ওঠে আগুন
সেখানেই শুরু হয় নব নব বসন্তের।


উদ্যাম অনিলে যদি জ্বলো আরও হৃদয়
প্রেমবন্দনার সারথী কী আছ নিশ্চয়!
ভেতরে ভেতরে যে আমি
সে তো আজ মগ্ন কেবল তোমারই আরাধনায়।


প্রিয়, এইখানে চুম্বণ দাও, এইখানে-
এখানটিও দরকার আছে জ্বলার;
আমি আর কোন ছলাকলা বুঝি না
ভালোবেসে শুধু আগুন নেভাও আমার।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৮ ফেব্রুয়ারি’১৯