জানি একদিন জেগে উঠবে সময়
একদিন জেগে উঠবে নিপিড়িত জনতা
জোয়ারের জলের মতো
উচ্ছ্বল আলোর মতো- দিগ্বিদিক।
সেই দিনই হবে মহাপ্রলয়
মহা সৃষ্টির যাত্রা।
তোমরা সেদিন ভাষা হারাবে, কেবল
মুখ বুজে ফিস ফিস করবে কথা বের হবে না মুখে
জগত-নিয়তির কোন পরিবর্তন করতে পারবে না আর
কারণ ততোদিনে পৃথিবী নিয়ে নিবে অগ্নি শপথ।
জনতা যেদিন জানতে পারবে তাদের ধোকা দেয়ার কারণ
যখন তাদের চোখের দয়াদ্র-মায়া সরে গিয়ে প্রশ্ন খেলা করবে, ‘কেন’?
তখন তোমাদের পালাবার পথ হবে না
দ্রোহের অগ্নিবাষ্পে দূরভিত হবে তোমরা।
এই খেটে খাওয়া সাধারণ মানুষেরা যেদিন আবিস্কার করবে তার বেঁচে থাকার মানে,
যখন শান্ত জনপথ বলে ভুল ভাঙ্গাতে পারবে না আর
মাটির কসম, তোমাদের প্রাসাদে আগুন লাগবে সেদিন।
বার বার ভয় দেখিয়ে
নানা অজুহাত জানিয়ে
যাই-হোক মুক্তি পাবে না,
একদিন সাধারণ জনপথ জেগে উঠবেই এই বাংলায়।


ইস্কাটন, ঢাকা, বিকেল, ৫ জানুয়ারি’১৮