আজকাল যে ঈশ্বরের মেজাজ ভাল যাচ্ছে না
এটি বোঝা কিন্তু কঠিন না


এইতো নেপালে ভূমিধস হলো মাত্র ক’দিন আগে
হন্ডুরাসে জলোচ্ছ্বাসে ভাসলো গ্রাম
ক্যারিবীয় দ্বীপে ঘূর্ণিঝড়ে ডুবে গেলো কয়েকটি জাহাজ


মাত্র ক’দিনেই পৃথিবীতে কতোটা পরিবর্তন এলো-
ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনা করলেন
তুষারপাতে ঢেকে গেলো যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য


যখন সূর্যটা দরকার আছে
গায়ের উষ্ণতা বাড়াতে অসহায় দুঃখিনীর
যখন সোহাগটা দরকার ছিলো
শীতে কন-কন রাতজাগা প্রহরীর স্ত্রীর
যখন যথেষ্ট পুষ্টি দরকার রাস্তায় বেড়ে উঠা শিশুটির
সকালে সন্ধায়
যখন ভালোবাসারা ঘুর ঘুর করে বেড়ায়
আমার যৌবনের শাখা-পল্লবে,
তখন ঈশ্বর- তুমি- নিশ্চয় অন্য কাজে ব্যস্ত?
তোমার কী সময় হয় না, আমাদের দিকে তাকাবার?
কেবল আমাদের সময় এলেই তুমি অন্য ধ্যানে মগ্ন!
এ কী প্রতারণা নয় তোমার সৃষ্টির সঙ্গে?


কেবল আমি চাইলেই তোমার থলে খালি?
আমি আবদার করলেই কেবল তোমার যুক্তির সমাহার?


তোমার কী মন ভাল নেই হে?
তোমার মনের যত্ন বেশ দরকার হয়ে পড়েছে মন হয়।



ইস্কাটন, ঢাকা, রাত, ১৪ জানুয়ারি’ ১৮