ফেব্রুয়ারি এলেই লাল হয়ে উঠে রাজপথ
লাল হয়ে উঠে রমণীর যুগল ঠোট,
দিকে দিকে কেবল লাল টিপ লাল শাড়ি-
সমগ্র প্রকৃতিই যেন নবাগত- এক জোট!


ফেব্রুয়ারি এলেই রক্তে আমার ঢেউ দোলে-
একটি গোলাপ খোপায় তোমার দিব তুলে
এই বাসনায় মন ছোটে আর প্রান ভোলে,
ফেব্রুয়ারি এলেই হৃদয় প্রেমের জোঁনাক জ্বলে।


ইস্কাটন, ঢাকা, রাত, ১০ জানুয়ারি’১৮