হটাৎ করেই ঢাকার রাজপথে জনতার ঢল!
হটাৎ করেই নিশ্চুপ নিঃশব্দে তরু-তরুণীদের ফুৎকার!
হটাৎ করেই রাজধানীতে শুরু হয়েছে অবাক-কার্ফ্যু:
‘যে যেখানে আছেন বের হয়ে যান
বাসাবাড়ি এখনই ফাঁকা হবে।’


যারা বের হয়ে গেছেন আগেই বাড়ির,
তারা সকলেই শরিক হচ্ছেন পূর্ব-পদযাত্রায়
লক্ষ্য টিএসসি-শাহবাগ;


বাতাসে আওয়াজ আসছে-
শীঘ্রই চলো, শীঘ্র;
আর একটি গোলাপ হাতে নিয়ে সমুখে এগিয়ে চলো, সমুখে...।


আজ বিশ্ব ভালোবাসা দিবস-
তরুণদের ঘরে থাকায় আছে বিশেষ নিষেধাজ্ঞা!
তরুণীদের বসে থাকায় আছে ঘোর বিরোধিতা!


ফুলের রঙিন কার্পেটে হেঁটে তোমরা বসাবে মেলা আজ
তোমরা ছিনিবে আগামীর নতুন-
নতুন পথে ‘পথচলা’!


তোমাদের পদতলে ধন্য হোক রাজপথ
সবুজব : ফুল-ফল-প্রজাপতিরা,
এ বসন্ত তোমাদের রক্ত-রুধির
তারে প্রাণ দিয়ে অর্জন করো আজ!


ইস্কাটন, ঢাকা, রাত, ১৩ জানুয়ারি’১৮


(একাদিন আগেই লিখে পোস্ট করলাম,কারণ কাল বিকালের আগে সময় পাচ্ছি না। এজন্য দুঃখিত)