হাওয়ার মতো- প্রতিদিন- শূন্যতার
ডিগবাজি খাওয়ার মতো- সড়কে হটাৎ- চমৎকার
ঋতুর অনিয়মের মতো- বছরের দু’ একবার নয়
মানুষগুলো হু হু করে পরিবতন হচ্ছে।


প্রেম ভালোবাসা স্নেহ প্রীতি
সব যেন হারাচ্ছে জ্যোতি,
মানুষের মাঝে শুধু বাড়ছে ব্যবসা-সম্প্রীতি;
হায়! মানুষেরা এভাবে কেন পরিবতন হচ্ছে?


ইস্কাটন, ঢাকা, রাত, ২ নভেম্বর’১৭