হায় দিন! ছিলে কাছে এইতো সেদিন
মুক্তো দানার মতো ঝকঝকে রঙিন!
আজ যেন তুমি শুধু গগণ-মেঘ-ঘুড়ি-
চলছো তো চলছোই সব কিছু ছাড়ি।


ক্ষেত-সবুজের মতো সেই উচ্ছ্বল দিন
আসবে কী ফিরে আর- হবে সঙ্গীন?
পথ চাওয়া- অপেক্ষা, এই কী জীবন!
বেছে নিয়েছ ফুরানোর পথ প্রান্তহীন...


ইস্কাটন, ঢাকা, রাত, ২৫ মার্চ’১৮