হায়! সময়
মুঠিবদ্ধ করেও রাখা গেল না তোমায়,
যেতে গিয়ে কেবল দৈর্ঘ-প্রস্থ্যে বেড়ে বড় হলে;
তারপরও তো চলেই গেলে!


চলে গেলে সোনালী শৈশব নিয়ে
চলে গেলে প্রেমময় মধুর উচ্ছ্বল দিনগুলো নিয়ে;
ভুল করেও তোমাকে কাছে ডেকে পাব কি আর?
তাহলে তুমি আজ কী কেবল বিরহ আর বিরহের সমাহার?


সন্ধ্যায় চিলের মতো, মনে হয়, তুমি ওই আজ যাও
ফিরে আসবে কী ডালে রাতে?
বিরহকে স্মৃতি করে বসে থাকি তাই নিতি
তোমার প্রস্থান পথে!


ইস্কাটন, ঢাকা, রাত, ২৩ মার্চ’১৮