উত্তরের হিমেল হাওয়া আজকাল যেন বেশ বাড়াবাড়ি শুরু করেছে
এবার শীত আগমণের আগেই বাতাসের এমন বাড়াবাড়ি কেন?
তবে যে কারণেই হোক না- আজকাল মনটাও কেমন জানি
ছটফট করছে- খাঁচাবদ্ধ টিয়া পাখির মত- অস্থির চিত্তে!


সে কি তোমার জন্য? তা হবে বৈকি!
তোমার নীল চোখ দুটি আজকাল অতি বেশি আমার চোখে ভাসছে
সুদূর নীল আকাশে যেমন ভাসে শরতে সাদা মেঘের দুষ্ট ভেলারা।
আর বুকের মধ্যকার ভালোবাসা
রক্তরাগ ঠোট দুটিকে আমার
আরও বেশি অভিমানী করে তুলেছে দিন দিন!


কিন্তু তারপরও মুখ ফুটে তোমাকে বলতে পারছি না
এবার উত্তরের হিমেল হাওয়ায় কেবল তোমাকে খুঁজে পাই।


রাত, ইস্কাটন, ঢাকা, ২০ সেপ্টেম্বর’ ১৮