কোনভাবেই হজম হচ্ছে না সময়
কোন ওষধেই যেন সে গলছে না,
অনড় পাথরের মত স্থির অবিচল
যেন সে স্পন্দনে নি:শ্বাসে যন্ত্রণা
ছাড়া কিছুই আর দিতে পারছে না
নাকি সে অবিচল একটু টলছে না!
আমি জানি না, জানি না, জানি না;
শুধু জানি আমি আর পারছি না, না।


চোখের সামনেই ঘটছে কত আর-
সাধু চোর হয়- ওই সন্নাসী বাবার,
মিথ্যেরা হামাগুড়ি দিয়ে ওঠে বসে-
কথার পিষ্ঠে কথা কয় গলা-কেঁশে!
দেহের মাংস বেচেকিনে থাকে যা
তা দিয়েই গরুর-ঝোল খায় সবিতা!
তাতে কী হলে যদি রেপ আসামী
জনমঞ্চে নেতা তিনি কল্যাণকামী!
প্রতিদিন টকশোতে ওঠে ঝড় শূন্যে,
পারছি না আমি আর এই বায়-ঘূণ্যে।


ইস্কাটন, ঢাকা, দুপুর, ২৯ জুন’১৮