ইন্দ্রিয়ের দোলাচলে
যেহেতু কেটে চলে
সারাবেলা আমাদের,
এজন্য তোমার নাম ইন্দ্রা হোক
আমি ইন্দ্রজিত।


শীঘ্রই আমাদের যেদিন দেখা হবে
শেষ হেমন্তের
পড়ন্ত বিকেলে,
যখন বৃক্ষরা খোলস পাল্টায় নতুন জীবনের দ্রোহে
যখন ক্লান্ত রবি হলদে আলো জ্বলে নিভে যায় পলকে
যখন আকাশ ডানা মেলে ধরে দূরে-বহুদূরে আপনাকে,
ধানখেতের পাশ দিয়ে বয়ে চলা নদীর তটে বসে
নিদ্বিধায় বলবো সেদিন, আমাদের আজকের মনের কথা।


ইন্দ্রা, সবুজের সমারোহে বসে যদি সেদিন ঘুমিয়ে পড়ি হটাৎ
শেয়ালের ডাকে যদি ঘুম ভাঙে রাতে
চাঁদের আলো কি গো মনে হবে বিপন্ন পৃথিবী?
আমাদের প্রেমের স্রোত যদি উজান-ভাটির জলে
রাতভর অবগাহন করে, তাতে কি ভীরু হবে তুমি বার’?


একদিন মনপ্রান উজার করে ভালোবাসা-বাসি খেলবো
তখন গ্রহের ভয় রবে না আমাদের,
তুমি রবে পাশে
আমি তার কাছে
আপনারে ভুলিব লুটিবো দোহে
নব নব প্রেমের মোহে।


সেদিনের সেই রাত শেষ হবে নাকো কোন দিন জানি
আগামীর পৃথিবীতে জেগে রবে আমাদের আঁচড়ের দাগ।


ইস্কাটন, ঢাকা, রাত, ৯ নভেম্বর’১৭