যে যায়, আসলে সে-ই যায়।
পৃথিবীর কী হয় তাতে!
ভালোবাসার এক খন্ড মিষ্টি হাসি ছাড়া
কী নিয়ে যেতে পারে সে আর?
পেছনে স্বর্ণ প্রাচীর- হাতছানি করুণ দোহনের,
সামনে তবু চলে যেতে হয় তাকে
অসীম আঁধারে।
তটিনীর পাড়ে বিহঙ্গের রাঙ্গা ঠোট
তখন কী গো ভাসে চোখে- মৃতদের শরীরে- মৃতনগরে?
বড় একা, একা যে মানুষ চিরকাল- এই সব ধূসর ভূবন-জীবনে।


ইস্কাটন, ঢাকা, সকাল, ২৯ আগস্ট’১৭