আজ দিকে দিকে শুনি- তারুণ্যের পদধ্বনি
মাঠ-ঘাট-রথ, পিচঢালা পথ
শোভনে, কী দ্রোহে অবিরত-
সবখানে কেবল যেন তারুণ্যের পদধ্বনি।


আয়রে তোরা তরুণ আজ খাঁচা ভেঙে আয়
দুঃখের কথা মনের যত
ক’বি এসে না হবি নত
তোর জাগায় বিশ্ব জাগুক- ভয়ের হোক লয়।


ইস্কাটন, ঢাকা, বিকেল, ১০ মার্চ’১৮