জীবনের সব সাধ শেষ হয়ে যায়
কেবল তুমি এলে। সমস্ত
প্রয়োজন নি:ষ্প্রভ হয়ে রয়- মৃত
সাগরের মত: জল নেই জ্বালা নেই
নেই প্রবাহ, শুধু ভাঙা পাড়ে
মৃতদের স্বপ্নের মতন- প্রচ্ছন্ন জীবন
আচ্ছন্ন করে রাখে তোমার স্বপন।


১৫/০৯/০৬ ইং, জহুরুল হল, ঢাবি, রাত