জীবন- এই ভাবি, মেঘের মতো
কেবল কষ্ট সয়ে চলা দূরন্ত সময়;
এই ভাবি, জল-কচুরির মতো খেলা
প্রেমমোহে অথবা ঘোর অবহেলায়!


তুমি তাকালেই বার’ শান্তি নামে
তুমি হাসলেই স্বর্গ দেখি স্বয়ং,
তুমি পাশ ফিরলেই ‘হাবিয়ায়’ পড়ি-
মৃত্যুও তার চেয়ে ভালো বরং।


জীবনের যে খেলা বুঝি না আমি
কেন গো দিলে সে ভার বইতে?
হিসাবের পাতায় শূণ্য যে কেবল-
ঘুমহারা হই প্রতিটি রাতে।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৮ জুলাই’১৭