জলসিক্ত হিজলের গুড়ির মতো যদি পড়ে রই
দূরে সবুজ জলাঙ্গীর পাড়ে নির্ঘুম একা একা
নিশিচাঁদ জাগিবে যখন রাতে আকাশে ওই
পানকৌড়ির নরম ডানায় ভেসে দিবে কী দেখা
ক্ষণিক প্রিয়া হয়ে ’বার?
হৃদয়ে রক্তক্ষরণ যে-আমার
তারে তুমি প্রশমিত করবে কী সেদিন?
তোমার স্পর্শ ছাড়া যে আমি বড় ক্লান্ত প্রাণ!
জানি আসবে না- আসবে না সেদিনও কাছে
বিরহ ব্যথায় কাঁতর হবো সেদিনও মিছে;
সেদিনও চেয়ে রবো পথপানে
লিখবো পদ্য বায়ু-বানে!
বিরোহী আমি- চির বিরোহী- রইবো একা একা
আমার আমাতে খুঁজিয়া ফিরিয়া তোমারে হবে দেখা।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৭ ডিসেম্বর’১৮