একদিন চূড়ান্ত পর্বে অদৃশ্য শূন্যে যখন মেলিবে ডানা এই দাঁড় কাক
অসীম সময়ের পথে তখন খুঁজে নিতে পারবে কী সে নিজের সব?
পেছনে পড়ে রবে কী কেবল আজকের স্মৃতিময় ধূসর কালোরব?
অতীতকে শূন্যে খুঁজে ঘরে আসবে কী ফিরে তার শিশু দাঁড় কাক?


সময়ের নির্মম স্রোত ভেঙে জীবন কতটাই বা দ্রোহী হতে পারে?
ফেলে আসা অতীতের সাথে সন্ধির সবুজ-সমন্ধ হয় কী আগামীর?
যে কাক হারালো তায় পথহীন নিষিক্ত অন্ধকারের নিষ্ফল সাগরে-
বৃথা এ জীবনের কাছে সে আর কী চাইতে পারে? কী থাকে আর?


মিরপুর, ঢাকা, রাত, ১৩ মে’১৮