কেন যেন হঠাৎ আজ
বুকের ভেতর পড়লো বাজ


দুঃখ-নদীর খরধারা
প্রবাহিল বুক-সারা


তোমার কথা আসতে মনে
অশ্রু জমাট নয়ন কোনে


দূরে আছ দূরে আমি
স্মৃতির ধূলি যাচ্ছি চুমি


রাত আসে দিন যায়
বেদনা তবু না ফুরায়


সব ভুলে ভুলে আছ- ভুলোময়
এই কী ছিল চাওয়া হায়


ভালো থেকো চিরদিন সব সময়
এই কামনা কেবল বক্ষময়


২৭ অক্টোবর ২০২২, তেজগাঁও, ঢাকা, রাত