১.
আমরা আসলে কী করি? ক্ষয় করি।
ক্ষয়ের মাঝেই ভোগ করি, উপভোগ করি।
আর এভাবেই বেঁচে থাকি আমরা প্রতিদিন,
এবং বাঁচর জন্য নিয়মিত মৃত্যুকে আলিঙ্গণ করছি দু’হাতে।
২.
শুক্রাণু ও ডিম্বাণুর সন্ধি ভিন্ন
কী-ই বা করছি-পারছি আমরা পৃথিবীতে আজ?
যার জন্ম হলো তার ক্ষয় শুরু হয়েগেছে এখন,
ভোগ করার নামে নিজেকে আর ক্ষয় করে কী লাভ?


ইস্কাটন, ঢাকা, রাত, ৩১ জানু’১৮