সমগ্র বসুন্ধরা তপ্ত হয়ে উঠে আজ
মানুষের ক্ষুধার্ত জিহ্বা লকলকিয়ে ছোটে আকাশের পথে শূন্য গন্তেব্যে
নির্মল বাতাসে খুঁজে সে ক্ষুধা মেটানোর স্বগীয় উপাদান,
জল-স্থল খেয়ে শূন্যে যাত্রা তার এবার।


সব চাই সব- গ্রহমন্ডলে ব্যোমে আছে যা-
শরীরের ক্ষুধা মিটেছে এবার প্রাণের ক্ষুধা, চোখের ক্ষুধা মেটানোর পালা,
এবার শ্রেষ্ঠ হবার লড়াই
তাই সব চাই সব!


প্রয়োজনে বিশ্বকে খন্ড-বিখন্ড করে দেয়া হবে নতুনভাবে-
প্রযোজনে পাতালের অগ্নিগোলা তুলে করা হবে বর্ষণ-
প্রয়োজনে সমগ্র আকাশের নিয়ন্ত্রণ তুলে দেয়া হবে রোবটিক যুদ্ধ-বিমানের কাছে-
তারপর সব চাই সব, মনুষ্যহীন বিরান পৃথিবী কি চাই আমরা?


প্রশ্ন: অন্তরের এ ক্ষুধার শেষ হবে কবে?
সব কিছু শেষ করে কোন একদিন কি শেষ হবে আমাদের এই ক্ষুধার রথযাত্রা?


ইস্কাটন, ঢাকা, রাত, ১৯ মার্চ’১৮