চুম্বনে ফুল এঁকে দিবো সারা গায়
হৃদয় দিয়ে রাঙ্গাবো পা আলতায়।
দখিনের বাতাসে দুলিবো দু জনা
প্রেম হবে শুধু তখন সময় হারায়।
এতো কাছে আর আসিনি কো আগে
চুম্বন হবে কেবল মনের ভাষা।


প্রান দলিবে প্রানের মোহে
দেহ রাঙ্গিবে বিচিত্র  দ্রোহে
তুমি  ছাড়া আর নেই যেন আর
আমি ছাড়া আর নেই তোমার,
পরাণের খোরাক পরাণে হবে রসা!
চুম্বন হবে আমাদের শেষ ভাষা ।


ইস্কাটন, ঢাকা, মধ্যরাত, ২৯ অক্টোবর’১৭