এতোবড় পৃথিবীতে কোথ্থাও দাঁড়াবার এতোটুকু নেই ঠাই
যেখানে ফুসরত ক্লান্তি নাশের বিতাড়িত হয় সেখান থেকেই,
হিমে মরে স্ট্যাচু হয়ে থাকে শিশু শহরের ফুটপাথে মোড়ে;
বিধাতা কোনো কাজে ব্যস্ত না হলে নিশ্চয় এমন হতো না রে!


ভুখা ফাঁকা ক’দিন যায়- ধুকে মরে সাবেক জ্ঞানদাতা সভ্যতার
নবীন তরুণ- ওই সূর্য সন্তানেরা- দেখ, মশগুল নেশা-যমের,
তুমি- মঞ্চের জন- কোন দিকে চেয়ে আছ, মুখে কথার ফুলঝুরি!
বিধাতা কোন কাজে ব্যস্ত না হলে, বল, এমন হতে কি করি?


ইস্কাটন, ঢাকা, রাত, ২২ জানুয়ারি’১৮