তুমি আলোতে আঁধার মায়া- কৃষ্ণগহ্বর
তোমাতে ‍অনুরাগ কেবল আপনার ‘লীন।
দৃষ্টিতে দংশন তব চিরায়ত হৃদয় চীর’-
পর্শে যাতনা মন-বনে অনন্ত অনল ’ধীর॥


তুমি নারী- তোমাতে মায়া যাতনা সম
প্রতি নরের হৃদয় বিহব্বল তোমায় রম,
প্রেম মিছে কথা মিছে মমতার দায় তব
তোমাত্বে জুড়ে থাকে সদাসর্ব ছলা-যম ॥


ইস্কাটন, ঢাকা, রাত, ৩০ মার্চ ২০১৪