আমি বলে চলি- ক্রমাগত বলি
নিরবিচ্ছিন্নভাবে বলি
প্রহরে প্রহরে বলি
তারপরও তুমি বোঝ না!


আমি কাঁদি- বছরভরে কাঁদি
চলতে ফিরতে কাঁদি
শুতে বসতে কাঁদি
দেখেও তুমি দেখ না!


আমার শৈশব গেছে কেঁদে কেঁদে
নালিশ তাই আর করি না,
এখন আমার শিশু কাঁদে
এটাও তুমি দেখ না?


তোমায় ঘৃণা করি হে আজ
তোমার অধিনায়ত্ব আমি মানি না,
তোমার প্রাচুর্য থেকে হলো কী ভিন্ন
মানুষের অধিকার লাঞ্চিত যেখানে?


ইস্কাটন, ঢাকা, রাত, ২৪ নভেম্বর’১৭