মিটে গেলে দিবসের ক্লান্তি
জেগে উঠে ঘন নিঃশ্বাস,
তারপর শেষ হলে ভ্রান্তি
                     অশেষ-
অন্ধকারে ভেসে উঠে অপূর্ব মুখশ্রী তারঃ
কপালে গাঢ় লাল টিপ
যেন সন্ধ্যা প্রদীপ
বাসরের উষ্ণতায় আহবান করে স্বস্তির!
সে আলো- অদ্ভূত রঞ্জকময় বিস্ময় সুন্দর
দেখেছি তার উদয় সে’বার-
মহাসাগরে জলে রোজ ভোরে কার প্রতিফলন আর
আমার দেখা- সে পৃথিবীর প্রথম ও শেষ সূর্যোদয়।


মিরপুর, ঢাকা, দুপুর, ৫ জুন’১৭