চলে গেলে বসন্ত ধরণী-তরুর
ভ্রমরেরা কোথা যায়
কোন্ অন্বেষণে?
মধু তার কে পায় কোথায়
কোন‌্ বনে বিহঙ্গ মেলায়-
ভেবেছ মনে?


হাতখানি সরে গেছে কেবল
পরশ কী মুছে গেছে তাতে
হৃদয়ের মালঞ্চ হতে?
যে ভাবনা অনুভূতি সেদিন
এনেছে বসন্ত- সহজে
কী ভুলা যায় তাকে?


ইস্কাটন, ঢাকা, রাত, ২০ মে’ ১৭