মানুষ কে? তাকে কী চিনিতে পারি-
দূর থেকে দূরবীণে, কাছে বসে মুখোমুখি
কিংবা ভেতরে গিয়ে তার সর্বস্বে?


কত কাছাকাছি গেলে চেনা যায় আসলে সে মানুষ?
কত আপন হলে আপন হয় এই মানুষেরা?


কত রূপ আহা ওই মানুষের!
কখনো মুখোশী সে মুখোশে
কখনো মুখোশই চেনে না আসলে সে কে!


দেহ-খেলা একই মাঠে খেলে সে নিত্য
মনের মাঠে তার হায় হাজার জন।


কত ভালোবাসলে পাওয়া যাবে তার ভালোবাসা?
কতবার জন্মিলে হওয়া যাবে মানুষের মত মানুষ!


মিরপুর, ঢাকা, ৬ মে ’১৯