চেনা মুখ- জানা কথা-
চেনা-জানা স্মৃতিপাতা
ফিকে হয়ে যায় আজ- দূরের গাঁয়ের মত
পেছন ফেলা আসা ধূসর দূর পথের মত
সূর্যে ডুবে থাকা মিটিমিটি তারকার মত,
অথবা, রাতের স্বপ্নের মত প্রত্যুষে ম্লান!


ঈদ শেষ যেন বেলা শেষ,
হটাৎই জমে অশেষ ক্লেশ!
দাঁড়াবার জো’টুকু নেই দুয়ারে আর যেন
চলতি সময়ের ট্রেনে উঠাতে হবে পা যেন
না হলেই ভেঙে যাবে আমাদের সকল যেন,
মায়ামাখা মুখ এখন কেবল বিরহের নাম!


ইস্কাটন, ঢাকা, ১৮ জুন’১৮