দিকে দিকে আজ কেবল রক্ত আর রক্ত- অজস্র তাজা লাল রক্ত-
ছুটছে নিয়ত শরীর থেকে- হৃদয় থেকে- লোভ থেকে ক্রমাগত-
শিশুর চোখ থেকে- নারীর পেট থেকে- বৃদ্ধের মাথা থেকে-
আহ! কেবল রক্ত আর রক্ত- তাজা ফুরপুরে রঙিন রক্ত।
রক্তের কোন হোলিখেলায় মত্ত সমাজ দেশ গোষ্ঠী
পাহাড়ে-জঙ্গলে, জলে-স্থলে, শূন্যে-ব্যোমে সবখানে
কিন্তু কেন?
ক্ষুদ্র নশ্বর স্বার্থের দ্বন্দ্বে এভাবে কী শেষ হয়ে যাবে মানব সমাজ?
তাহলে কেন থামে না সিরিয়ার গৃহযুদ্ধ? কেন থামে না ইসরাইলের
স্ট্রেনগান আর কামানের প্রতাপ? কেন বারবার মার খায় নিরীহ
ফিলিস্তিনীরা? ধর্মের নামে বলি হয় এশিয়ায় অজস্র্র জনতা?
আর তো রক্ত দেখতে চাই না আমরা- কিংবা এই পৃথিবীর আগামী শিশু,
কেন তবে চাপিয়ে দাও এই মৃত্যুপাথর? ক্ষমা কর, আমরা আর পারছি না!


ইস্কাটন, ঢাকা, দুপুর, ১৬ মে’১৮