মৃত্যুর মতো মমতা নিয়ে সমাগত হয় রাত
চেতনারা যেখানে নিশ্চিত- নিশ্চিন্তে বিবশ,
এ শহরের পথ হতে জঙ্গলের বুড়ো অশ্বথ্থ
মৃত্যুচুম্বণের স্বাদ নেয় বেদনা করিতে বিনাশ!


মৃত্যু হলো অনন্ত-মাঃ মায়ের কোলে শূয়ে শূয়ে
অনন্তকাল ধরে স্বপ্ন দেখা- আর তারা গোনা,
জীবন-বিরহের সমাপ্তী এর চেয়ে কী হয় ভাল-
প্রেয়সীর চুম্বণ হতে শ্রেষ্ঠ জেন এই শবযাত্রা।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৭ মার্চ’১৮